নৃত্যশিল্পী হিসেবেই পরিচিতি নোরা ফাতেহির, বলিউডে তার কদর ‘আইটেম গার্ল’ হিসেবেই; তাই নোরার নাচ দেখার জন্যই ঢাকায় তার অনুষ্ঠানের টিকেট কিনেছিলেন অনেকে। কিন্তু এই তারকার নাচ দেখতে না পাওয়ায় তারা হতাশ হয়েছেন। সেই সঙ্গে আয়োজকদের বিরুদ্ধেও তুলেছেন প্রতারণার অভিযোগ।
অনেক জল্পনা-কল্পনার পর শুক্রবার ঢাকার লো মেরিডিয়ান হোটেলে ওমেন্স লিডারশিপ কর্পোরেশন আয়োজিত গ্লোবাল অ্যাচিভার্স অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে উপস্থিত হন নোরা ফাতেহি, যার নাচ দেখা যাচ্ছে এবার কাতার বিশ্বকাপের থিম সংয়ে।
শুক্রবার দুপুরে ঢাকায় নামার পর রাতে দর্শকদের ‘নোরা-নোরা’ ধ্বনির মধ্যে ওই হোটেলে অনুষ্ঠান মঞ্চে ওঠেন এই বলিউড তারকা। মঞ্চে এসে তিনি দর্শকের দিকে উড়ন্ত চুমু ছুড়ে দেন, সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে পুরস্কারের আনুষ্ঠানিকতাটুকু সেরে বিদায় নেন।
এই অনুষ্ঠানের প্রতিটি টিকেটের দাম ছিল ৫ হাজার টাকা থেকে ১৫ হাজার টাকার মধ্যে। এত টাকার টিকেট কেটে নোরার দুই মিনিটের বক্তব্য শুনিয়ে দেওয়াকে ‘প্রতারণা’ হিসেবে দেখছেন দর্শকরা।