ইতালিতে কট্টর ডানপন্থী দল ব্রাদার অব ইতালির নেতা জর্জিয়া মেলানির জয়কে অনেকেই বিশ্বজুড়ে ডানপন্থীদের উত্থানের অংশ ভেবে শঙ্কিত হয়েছিলেন। শঙ্কিত হওয়ারই কথা। ডোনাল্ড ট্রাম্পের স্মৃতি এখনো টাটকা। ভ্লাদিমির পুতিন, সি চিন পিং, কিম জং–উন, আয়াতুল্লা খামেনি, মোহাম্মদ বিন সালমান বা ঘরের দুই পাশে নরেন্দ্র মোদি ও মিন অং হ্লাইংয়ের শাসন দেখে সবাই তটস্থ। এ অবস্থায় মেলানির জয় নতুন করে ডানপন্থী পালে হাওয়া লাগবে। কিন্তু জর্জিয়া মেলানির জয় যদি হয় ডানপন্থীদের উত্থানের অংশ হয়, তবে ব্রাজিলে লুলা দা সিলভার বিজয় এর পাল্টা প্রতিক্রিয়া। কার্যত ইউরোপজুড়ে ডানপন্থীদের পুনরুত্থানের বিপরীতে লাতিন আমেরিকায় উদারমনা বামপন্থীদের বিজয় আশার আলো দেখাচ্ছে।
গত কয়েক বছরের নির্বাচনী রাজনীতি পর্যবেক্ষণ করলে দেখা যাবে রাজনৈতিক পরিবর্তন নিয়ে লাতিন আমেরিকা ও ইউরোপের মধ্যে একধরনের জোর লড়াই চলছে। একদিকে ডানপন্থীরা এগিয়ে যায় তো আরেকদিকে উদার বামপন্থীরা জিতে যায়। হাঙ্গেরির কট্টর ডান ভিক্টর ওরবান অভিবাসীদের বের করে দেওয়ার কথা বলেন। আর ওদিকে চিলির তরুণ বাম শাসক গ্যাব্রিয়েল বরিচ সামাজিক সংহতির যুক্তি তুলে ধরছেন।