ময়মনসিংহে জাপার দুই পক্ষের ডাকা সমাবেশ স্থগিত

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২২, ১৭:৫৯

ময়মনসিংহে শনিবার (১৯ নভেম্বর) বেগম রওশন এরশাদ ও তার দেবর জিএম কাদেরের ডাকা কর্মসূচি স্থগিত ঘোষণা করা হয়েছে। তবে পরবর্তী কর্মসূচির কোনও দিনক্ষণ জানানো হয়নি। শুক্রবার (১৮ নভেম্বর) বিকালে রওশন এরশাদ পক্ষের ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব আব্দুল আওয়াল সেলিম ও জিএম কাদের পক্ষের জেলা জাতীয় পার্টির সদস্য সচিব ও সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন আহম্মেদ মুক্তি এই তথ্য নিশ্চিত করেছেন।


শনিবার দুপুরে নগরীর কৃষ্ণচূড়া চত্বর ও টাউন হলে প্যান্ডেল তৈরির কাজ চলছিল। তবে হঠাৎ কর্মসূচি স্থগিত হওয়ার খবরে কাজ বন্ধ হয়ে যায়।


দলীয় সূত্র জানায়, শনিবার গোলাম মোহাম্মদ কাদেরকে প্রধান অতিথি করে রওশন এরশাদের বাসার ৫০০ গজ সামনে দ্বিবার্ষিক সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়। ক্ষিপ্ত রওশন অনুসারীরা একই স্থানে পাল্টা কর্মসূচি দিয়ে গোলাম কাদের পক্ষের সমাবেশ প্রতিহত করার ঘোষণা দেন। যদিও প্রশাসনের হস্তক্ষেপে একইস্থানে কর্মসূচির জায়গা পরিবর্তন হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us