এআর গ্লাসের জন্য কোয়ালকমের নতুন চিপ

বণিক বার্তা প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২২, ০৯:৪২

স্মার্টফোনের জন্য স্ন্যাপড্রাগন ৮ জেন ২ ফ্ল্যাগশিপ চিপসেট উন্মোচনের ঘোষণা দেয়ার পর এবার আরো একটি চিপ এনেছে কোয়ালকম। কোয়ালকম স্ন্যাপড্রাগন এআর২ জেন ১ নামের চিপটি মূলত অগমেন্টেড রিয়েলিটি ডিভাইসের (এআর) জন্য তৈরি করা হয়েছে। খবর গিজমোচায়না।


নতুন চিপটি কোয়ালকমের এক্সটেন্ডেড রিয়েলিটি অফারিংসের অন্তর্ভুক্ত। প্রতিষ্ঠানটির দাবি, এটি আরো উন্নত অগমেন্টেড রিয়েলিটি প্রযুক্তি সরবরাহ করবে, যার মাধ্যমে আরো আধুনিক আইওয়্যার বা গ্লাস তৈরি করা যাবে। নতুন চিপটির মাধ্যমে কোয়ালকম বাস্তব জগৎ ও মেটাভার্স উভয় ক্ষেত্রেই নতুন অভিজ্ঞতা প্রদানের লক্ষ্যে কাজ করছে।


নতুন চিপটি মাল্টি-চিপ ডিস্ট্রিবিউটেড প্রসেসিং আর্কিটেকচার ও আইপি ব্লক করার ফিচারসংবলিত। প্রতিষ্ঠানটি জানায়, নতুন প্লাটফর্মটি স্ন্যাপড্রাগন এক্সআর ২ জেন ১-এর তুলনায় আড়াই গুণ কৃত্রিম বুদ্ধিমত্তা পারফরম্যান্স প্রদানে সক্ষম এবং ৫০ শতাংশ কম বিদ্যুৎ ব্যবহার করে, যে কারণে এটি ১ ওয়াটের কম বিদ্যুৎ ব্যবহারকারী এআর গ্লাসের জন্য উপযুক্ত।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us