ইদানীং আর্থসামাজিক বাস্তবতায় ব্যাংকে গচ্ছিত আমানত সুরক্ষিত আছে কি না, তা নিয়ে জনমনে সন্দেহ এবং ব্যাপক প্রশ্নের উদ্রেক ঘটিয়েছে। আমানত সুরক্ষার প্রশ্নটি শুধু আমানতকারীদের মধ্যেই সীমাবদ্ধ নেই। এ রকম প্রশ্ন এবং তার যথাযথ উত্তর আছে কি না, তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ শুরু করে সংবাদমাধ্যমে রীতিমতো আলোচনার জন্ম দিয়েছে। এসব বিষয় নিয়ে টেলিভিশন টক শোগুলো বেশ সরগরম। বিষয়টি জনস্বার্থসংশ্লিষ্ট বিধায় সরকার এবং নিয়ন্ত্রক সংস্থা থেকেও সময়–সময় ঘোষণা এসেছে। তারপরও জনমনে সন্দেহ এবং শঙ্কা কেটেছে কি না, তা অবশ্য পরিষ্কার নয়।
ব্যাংক আমানত হলো জনগণের উদ্বৃত্ত সম্পদ। মানুষ আয় করে প্রধানত ব্যয় নির্বাহের জন্য। মানুষের আয়ের প্রধান তাগিদ হচ্ছে ভোগ ব্যয় মেটানো। ভোগ ব্যয় দুই ধরনের হয়। প্রথমত, বর্তমান ভোগ ব্যয় এবং দ্বিতীয়ত, ভবিষ্যৎ ভোগ ব্যয়। জনসাধারণের বর্তমান আয় তাঁদের বর্তমান ভোগ ব্যয়ের সমান হলে তাঁদের ভবিষ্যৎ ভোগ ব্যয় নির্বাহের জন্য কিছুই অবশিষ্ট থাকে না। সে ক্ষেত্রে তাঁরা সঞ্চয় করতে পারেন না বিধায় উদ্বৃত্ত অর্থ কোথায় রাখবেন, সে প্রশ্ন অবান্তর।