এবার এলএনজি করে ভোলার গ্যাস আনার প্রস্তাব

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২২, ২২:৪১

সিএনজির পর এবার এলএনজি করে ভোলার গ্যাস আনার প্রস্তাব দিয়েছে মেঘনা শিপস অ্যান্ড ইঞ্জিনিয়ারিং নামের দেশীয় একটি কোম্পানি। কোম্পানিটি বলছে, ছোট আকারের বা স্মল স্কেলে এলএনজি পরিবহনের অভিজ্ঞতা রয়েছে—যুক্তরাষ্ট্রের এমন একটি প্রতিষ্ঠানের পক্ষে তারা এই প্রস্তাবটি জমা দিয়েছে।


যুক্তরাষ্ট্রের কোম্পানি নিকিসো কসমোডিয়ামের পক্ষে দেওয়া প্রস্তাবটি ইতোমধ্যে যাচাই-বাছাই শুরু করেছে পেট্রোবাংলা। অন্যদিকে কোম্পানির এক প্রতিনিধি বাংলা ট্রিবিউনকে জানান, প্রস্তাবটি আকর্ষণীয় বিধায় বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু তাদের সঙ্গে বৈঠক করেছেন।


তবে এলএনজি করে আনার জন্য যে পরিমাণ গ্যাসের সংস্থান থাকার কথা তা আপাতত ভোলায় নেই। একইসঙ্গে স্মল স্কেলের এলএনজি পরিবহনের জন্য নদীতে যে পরিমাণ নাব্য থাকার কথা সে বিষয়ে কোনও সমীক্ষাও হয়নি। উপরন্তু স্মল স্কেলের এলএনজি প্রক্রিয়াকরণ এবং পরিবহনের জন্য যে অবকাঠামো প্রয়োজন তা নির্মাণ করা সময়সাপেক্ষ বিষয়। ফলে ভোলা থেকে গ্যাস এনে সরকার তাৎক্ষণিক সমাধানের যে চেষ্টা করতে চায়, তা এলএনজি দিয়ে সম্ভব নয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us