‘উপমহাদেশের গানের জগতের স্বনামধন্য ও বরেণ্য সংগীতশিল্পী পরম শ্রদ্ধেয় রুনাজির (রুনা লায়লা) জন্মদিনে তাকে শুভেচ্ছা জানাচ্ছি। তার সংস্পর্শে যাওয়ার এবং তার স্নেহধন্য হওয়ার সৌভাগ্য হয়েছে আমার। বলতে দ্বিধা নেই, আমার শ্রদ্ধেয় শিক্ষক, মেন্টরও রুনাজি। তার গান শুনে আমাদের প্রজন্ম বড় হয়েছে। আমার সৌভাগ্য হয়েছিল তার জন্মদিনের অনুষ্ঠানে অথিতি হয়ে তার বাড়িতে উপস্থিত হওয়ার। সেই স্মৃতি এখনও চোখের সামনে ভাসে।’
-এভাবেই স্মৃতিচারণ করে জীবন্ত কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লার ৭০তম জন্মদিন উপলক্ষে জাগো নিউজকে বলছিলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা মিশা সওদাগর। মিশা সওদাগর আরও বলেন, ‘তার সান্নিধ্য পাওয়া ও তার সঙ্গে কাটানোর আনন্দময় স্মৃতি আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। রুনাজি অসাধারণ একজন শিল্পী। এরকম লিজেন্ডারি এবং গুণী মানুষ আমাদের দেশে জন্মগ্রহণ করছেন তা ভাবলেই আমি গর্ব অনুভব করি। এই বয়সেও তার কণ্ঠ দ্যুতি ছড়াচ্ছে। জাদু ছড়াচ্ছে। তার মঞ্চে সংগীত পরিবেশনের আলাদা অপূর্ব স্টাইল আছে, স্টাইলটা আমার ভীষণ পছন্দ।