ইউটিউবে পিউডিপাইকে টপকে শীর্ষে মিস্টারবিস্ট

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২২, ১৪:৩৯

প্রায় এক দশক ধরে সাবস্ক্রাইবার সংখ্যার বিচারে কনটেন্টে নির্মাতা ইউটিউবারদের মধ্যে শীর্ষে ছিলেন পিউডিপাই। সুইডিশ ইউটিউবারকে হটিয়ে সেই জায়গা দখল করে নিয়েছেন মিস্টারবিস্ট নামে পরিচিত জিমি ডোনাল্ডসন। 


গেইমিং রিঅ্যাকশন ভিডিওর সুবাদে ২০১৩ সালের অগাস্টে প্ল্যাটফর্মে সবচেয়ে বেশি অনুসারী পাওয়া ইউটিউবার হিসেবে আত্মপ্রকাশ করেন পিউডিপাই নামে বহুল পরিচিত ফিয়ালিক্স শেলবারি।


২০১৯ সালে ১০ কোটি সাবস্ক্রাইবার পাওয়া প্রথম ইউটিউবার হিসেবে সে সময় রেকর্ড গড়েন তিনি।


কিন্তু, চলতি নভেম্বরে মিস্টারবিস্টের মূল ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা ১১ কোটি ২০ লাখ ছাড়িয়ে গেছে বলে জানিয়েছে বিবিসি। ১১ কোটি ১০ লাখ সাবস্ক্রাইবার নিয়ে দ্বিতীয় স্থানে আছেন পিউডিপাই।


দাতব্য উদ্যোগ আর ইউটিউব ভিডিওতে উপহার ও পুরস্কার হিসেবে নগদ অর্থসম্পদ বিলিয়ে দেওয়ার জন্য আলাদা পরিচিত আছে মিস্টারবিস্টের।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us