You have reached your daily news limit

Please log in to continue


রুশ পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় আসছেন যে কারণে, তাঁর সফরে যা হতে পারে

দুই দিনের সফরে আগামী সপ্তাহে ঢাকায় আসছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। ঢাকায় অনুষ্ঠেয় ভারত মহাসাগরীয় দেশগুলোর সহযোগিতা জোটের (আইওআরএ) মন্ত্রী পর্যায়ের সভায় যোগ দেবেন তিনি। তবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ঘিরে বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে তাঁর এই সফরের আলাদা ভূরাজনৈতিক গুরুত্ব রয়েছে বলে কূটনৈতিক বিশ্লেষকেরা মনে করছেন।

কূটনৈতিক বিশ্লেষকেরা বলছেন, আন্তর্জাতিক পরিমণ্ডলে নিজেদের অবস্থান সামনে আনতে দক্ষিণ এশিয়ায় ভারতের পাশাপাশি বাংলাদেশকেও জোরালোভাবে পাশে পাওয়ার চেষ্টায় রুশ পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় আসছেন। অন্যদিকে তাঁর এই সফরে খাদ্যনিরাপত্তা ও রোহিঙ্গা সংকটের মতো বিষয়গুলো জোরালোভাবে তুলে ধরতে চায় বাংলাদেশও।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা গতকাল মঙ্গলবার প্রথম আলোকে জানিয়েছেন, ২৩ নভেম্বর রুশ পররাষ্ট্রমন্ত্রী দুই দিনের সফরে ঢাকায় আসছেন। আইওআরএর মন্ত্রী পর্যায়ের সম্মেলনে যোগ দেওয়ার আগে তিনি ২৩ নভেম্বর সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। আর ২৪ নভেম্বর সকালে তিনি পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করবেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন