পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে এক অতর্কিত হামলায় দেশটির ছয় পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। আজ বুধবার গাড়িতে করে টহল দেওয়ার সময় তাঁদের ওপর হামলা হয়। বার্তা সংস্থা এএফপি বলছে, তাদের কাছে পাঠানো এক বিবৃতিতে পাকিস্তান তালেবান হামলার দায় স্বীকার করেছে।
এএফপির প্রতিবেদনে বলা হয়, সকাল প্রায় ৭টার দিকে আফগান সীমান্ত থেকে ১০০ কিলোমিটার দূরের শাহাব খেল গ্রামে টহলরত একটি পুলিশের গাড়িতে বন্দুকধারীরা স্বয়ংক্রিয় রাইফেল ব্যবহার করে হামলা চালায়। খাইবার পাখতুনখাওয়া প্রদেশের জেলা কর্মকর্তা এএফপিকে বলেন, দুই পাশ থেকে ছোড়া গুলিতে ছয় পুলিশ কর্মকর্তার সবাই নিহত হন।