জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের দলীয় কার্যক্রমে নিষেধাজ্ঞার আদেশ প্রত্যাহার আবেদনের ওপর আজ রায় ঘোষণার কথা রয়েছে। ১০ নভেম্বর ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ মাসুদুল হকের আদালতে নিষেধাজ্ঞার আদেশ প্রত্যাহারের আবেদনের ওপর শুনানি হয়। শুনানি করেন জিএম কাদেরের আইনজীবী অ্যাডভোকেট শেখ সিরাজুল ইসলাম। এরপর বিচারক ১৬ নভেম্বর অর্থাৎ আজ আদেশ দেওয়ার কথা জানান। কী রায় হয়, তা জানতেই পার্টির নেতাকর্মীরা তাকিয়ে আছেন আদালতের দিকে।
এর আগে ৪ অক্টোবর জাতীয় পার্টির বহিষ্কৃত নেতা ও দলটির সাবেক সংসদ-সদস্য অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা একটি মামলা দায়ের করেন জিএম কাদেরের বিরুদ্ধে। ৩১ অক্টোবর সেই মামলার শুনানি শেষে আদালত জিএম কাদেরের দলীয় কার্যক্রমের ওপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করেন। ঢাকার যুগ্ম জেলা জজ (১ম আদালত) মাসুদুল হক এই আদেশ দেন।
আদালতের এই নির্দেশনা মেনে দলীয় সভা-সমাবেশে অংশ নেননি জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের। সংসদে গত অধিবেশনের শেষ দিন ভাষণ দেওয়া ছাড়া তিনি আর কোনো কথা বলেননি। মামলার বিষয়টি অবহিত হওয়ার পরপরই জিএম কাদের আইনিভাবেই মোকাবিলার সিদ্ধান্ত নেন। সে অনুযায়ী দলীয় আইনজীবীদের সঙ্গে কথাও বলেন তিনি।
জানা যায়, জিএম কাদেরের দলীয় কার্যক্রমের ওপর সাময়িক নিষেধাজ্ঞা জারির পরপরই ৮ নভেম্বর এই আদেশ প্রত্যাহারের আবেদন করেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় আইনজীবী ফেডারেশনের সভাপতি শেখ সিরাজুল ইসলাম। তার আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক শুনানির জন্য ১০ নভেম্বর দিন ধার্য করেন। যথারীতি ওইদিন শুনানি শেষে বুধবার রায় দেওয়ার দিন নির্ধারণ করেন আদালত।