মা চাকরি করলে সন্তানের দুর্ভোগ হয়। দেশে ৮৭ শতাংশ প্রাপ্তবয়স্ক নারী-পুরুষ এমনটা মনে করেন। ইউনেসকো তাদের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনটির ফল নিয়ে গত ২২ জুলাই আমার একটা লেখা প্রকাশ করে প্রথম আলো। সেটি অনলাইনে প্রকাশের পর নিচে অনেকেই মন্তব্য করেন। তার থেকে কয়েকটা তুলে ধরতে চাই।
লেখাটাকে একজন উসকানিমূলক উল্লেখ করে বলেছেন, ‘যার চাকরি লাগবে সে করবে, যারা পাবে না সে করবে না, সে পুরুষ হোক বা নারী, তবে উসকানিমূলক বা খোঁচা মারামূলক কথাবার্তা বলার কী দরকার? পৃথিবীতে অনেক মানুষ আছে, যাদের কাছে টাকাই ভগবান, লেখিকা এর বাইরে নয়। আর এদের সন্তান নেওয়ার কী দরকার?’
আরেকজন লিখেছেন, ‘নিজেদের একবার সেইসব বাচ্চাদের জায়গায় রাখুন এবং ভাবুন যে, আপনার মা–বাবা আপনাকে বুয়ার কাছে রেখে ৮-১০ ঘণ্টার জন্য অফিসে গেছে। দেখুন কেমন লাগে। যদি ভালো লাগে তাহলে আপনিও আপনার সন্তানদের সঙ্গে এমনই করুন।’
আরেক মন্তব্যকারী পশ্চিমাদের ‘সবকিছু’ অনুসরণ না করার পরামর্শ দিয়ে লিখছেন, ‘...দুজন একসঙ্গে চাকরি করার ফলে বাচ্চাদের কী অবস্থা হচ্ছে সেটা আমাদের আশেপাশে চোখ বুলালেই দেখতে পাবেন।’