বিশ্বকাপে নাচতে কাতার যাওয়ার আগে বাংলাদেশ মাতিয়ে যাবেন নোরা ফাতেহি; এমন আশায় অনেকে টিকেট কিনলেও এই বলিউড তারকার আসা জটিল থেকে জটিলতর হয়েছে।
আয়োজকদের পরিকল্পনায় ছিল, নোরা ফাতেহি ঢাকায় এসে ৪০ মিনিটের অনুষ্ঠানে নাচবেন। কিন্তু তথ্য মন্ত্রণালয়ের শর্তে নোরাকে শুধু শুটিংয়ে অংশ নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে।
ঢাকায় ৪০ মিনিটের জন্য মঞ্চ মাতাতে আসছেন নোরা ফাতেহি
এরপরও টিকেট বিক্রি করছেন আয়োজকরা; যা নিয়ে উঠেছে প্রশ্ন। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের একের পর এক চিঠিতে সার্বিক পরিস্থিতিতে বিপত্তি বোধ করার কথা জানিয়েছেন আয়োজক ওমেন্স লিডারশিপ কর্পোরেশনের প্রতিষ্ঠাতা ইশরাত জাহান মারিয়া (মারিয়া মৃত্তিকা স্বর্ণা)।
এত সব ঝামেলা দেখে ঢাকায় আসার ক্ষেত্রে নোরা অনীহা দেখাচ্ছেন বলে আয়োজনে সম্পৃক্ত এক ব্যক্তি জানিয়েছেন। নাম প্রকাশ না করার শর্তে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নোরার ঢাকায় না আসার সম্ভাবনা ৮০ শতাংশ।”