দুইজনের গায়ে একই রঙ্গে পোশাক। একে অপরে হারাচ্ছেন চোখে-মুখে। দু’জনেই মুখে হাসি। স্ত্রী সানিয়া মির্জাকে আদুরে জড়িয়ে ধরে এমন ছবি পোস্ট করেই শুভেচ্ছাবার্তা দিয়েছেন পাকিস্তানের ক্রিকেটার শোয়েব মালিক।
সোমবার মাঝরাতে শোয়েবের সামাজিক যোগাযেগ মাধ্যমের সবকটি অ্যাকাউন্টে এই ছবি পোস্ট করে সানিয়াকে জানানো হলে শুভেচ্ছাবার্তা।
এমন ছবি দিয়ে শোয়েব যখন জন্মদিনের শুভেচ্ছা বার্তা দিচ্ছেন তখন ভারতের টেনিস সুন্দরী ও পাক ক্রিকেটারের বিচ্ছেদের গুঞ্জনে তোলপাড়। গুঞ্জনে ঘি ঢেলেছেন সানিয়া-শোয়েবের ঘনিষ্ঠ বন্ধুরাও। বন্ধুদের দাবি, বিচ্ছেদ নাকি হয়েই গিয়েছে। বাকি কেবল আনুষ্ঠানিকতা। এরই মধ্যে সানিয়ার সুখীজীবন কামনা করলেন এবং জীবনটাকে উপভোগ করার বার্তা দেন।