হলিউড অভিনেত্রী জেনিফার অ্যানিস্টনের বাবা, প্রবীণ অভিনেতা জন অ্যানিস্টন মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৮৯। তাঁর মৃত্যুর কারণ এখনো জানা যায়নি।
সোমবার (১৪ নভেম্বর) অভিনেত্রী জেনিফার অ্যানিস্টন নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে তাঁর বাবার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।
বাবার সঙ্গে নিজের থ্রোব্যাক ছবি পোস্ট করে অভিনেত্রী লিখেছেন, ‘প্রিয় বাবা জন অ্যান্টনি অ্যানিস্টন, তুমি আমার পরিচিত সবচেয়ে সুন্দর মানুষের মধ্যে একজন ছিলে। ’ এরপর বাবার আত্মার শান্তি কামনা করেন অভিনেত্রী।