আজ খাবার অর্ডার করলে পাবেন ৩০ বছর পর

কালের কণ্ঠ প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২২, ০৮:৪৭

বেকারি দোকানটির হিমায়িত ‘কোবে বিফ রোল’ এতটাই জনপ্রিয় যে- কেউ আজ অর্ডার করলে তা নাকি ক্রেতার কাছে পৌঁছাবে ৩০ বছর পর। বিস্ময়কর রকম জনপ্রিয় এই দোকানের নাম ‘আসাহিয়া’। ঠিকানা পশ্চিম জাপানের হিয়োগো দ্বীপের তাকাসাগো শহর।


আসাহিয়া নামের দোকানটি কোবে বিফ রোল বানানো শুরু করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর। তবে তাদের গরুর মাংসের সঙ্গে কড়া ভাজা আলুর এই রোল ব্যাপক জনপ্রিয়তা পায় ২০০০ সালে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর।  


আসাহিয়ার বর্তমান মালিক শিগেরু নিত্তা বলেন, ১৯৯৯ সাল থেকে অনলাইনে অর্ডার নেওয়া শুরু করে প্রতিষ্ঠানটি। কিন্তু প্রথমে অনলাইনে মানুষ অর্থ পরিশোধে ভরসা পেত না। তাই একরকম লোকসান দিয়ে বিক্রি শুরু হয় এই রোল।  


তবে প্রচারমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর মানুষ হুমড়ি খেয়ে অর্ডার দিতে থাকে। দীর্ঘ হতে থাকে অপেক্ষমাণ খদ্দেরের তালিকা। কিন্তু আগের দামেই অর্ডার হওয়ায় নতুন কারিগর নিলে ক্ষতির আশঙ্কা ছিল।  


প্রতিষ্ঠানটি তাই আগের মতো অল্পসংখ্যক জনবল দিয়েই এখনো উৎপাদন করে যাচ্ছে। তাতে সময়ও লাগছে অনেক বেশি।  

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us