ঢাকায় আরও ৪৫০ প্রাথমিক বিদ্যালয় দরকার, লাগবে ২৭ হাজার কোটি টাকা

প্রথম আলো প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২২, ১৮:১০

ঢাকা মহানগর এলাকায় চাহিদার তুলনায় প্রায় ৪৫০টি প্রাথমিক বিদ্যালয়ের ঘাটতি রয়েছে। এ ঘাটতি পূরণে প্রায় ২৭ হাজার কোটি টাকা বিনিয়োগের প্রয়োজন হবে।


সম্প্রতি পাস হওয়া ঢাকা মহানগর এলাকার বিশদ অঞ্চল পরিকল্পনায় (ড্যাপ) এ তথ্য দেওয়া হয়েছে। নগর–পরিকল্পনাবিদেরা বলছেন, ঘাটতির জন্য প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হওয়া নিয়েও তীব্র প্রতিযোগিতায় নামতে হচ্ছে ভর্তিচ্ছুদের। পাশাপাশি যানজট বৃদ্ধিসহ ঢাকা শহরের বাস যোগ্যতাতেও নেতিবাচক প্রভাব পড়ছে।


ড্যাপের তথ্য অনুযায়ী, ঢাকা উত্তর ও দক্ষিণ দুই সিটি করপোরেশন এলাকায় প্রতি তিন হাজার মানুষের বিপরীতে একটি এবং কেরানীগঞ্জ ও সাভার উপজেলার মতো এলাকায় প্রতি এক হাজার জনের বিপরীতে একটি এবং ঢাকার দুই সিটি করপোরেশনে নতুন যুক্ত হওয়া ওয়ার্ডগুলোর মতো এলাকাগুলোয় প্রতি দুই হাজার মানুষের জন্য একটি করে প্রাথমিক বিদ্যালয় প্রয়োজন। প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ের আয়তন হতে হবে দেড় একর। বিদ্যালয়ে আবশ্যিকভাবে মাঠও রাখতে হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us