You have reached your daily news limit

Please log in to continue


শিপিং করপোরেশনের বোর্ডে বসছে বেক্সিমকো

পুঁজিবাজারে তালিকাভুক্ত রাষ্ট্রায়ত্ত কোম্পানি বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) ৫ দশমিক ২৫ শতাংশ বা ৮০ লাখ শেয়ার কিনে নিয়েছে বেক্সিমকো লিমিটেড।

বেক্সিমকো লিমিটেডের পর্ষদ সভায় সিদ্ধান্ত হয়েছে, পাঁচ শতাংশের বেশি শেয়ার হাতে থাকায় একজন প্রতিনিধিকে তারা পরিচালক করে বিএসসির পর্ষদ সভায় পাঠাবে।

সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জকে ওই সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছে বেক্সিমকো কর্তৃপক্ষ। পৃথক নোটিসে জানানো হয়েছে, ২০২২-২৩ অর্থবছরের প্রথম প্রান্তিকে বেক্সিমকোর শেয়ার প্রতি আয় কমে হয়েছে ৩ টাকা ৮৩ পয়সা; যা আগের অর্থবছরের একই সময়ে ৪ দশকি ১১ টাকা ছিল।

আর কোম্পানির শেয়ার প্রতি নগদ অর্থ প্রবাহ বেড়ে ২ টাকা ৯৪ পয়সা হয়েছে; একবছর আগে একই সময়ে যা ১ টাকা ১৪ পয়সা ছিল।

ঢাকা স্টক এক্সচেইঞ্জে দিনের লেনদেনে বেক্সিমকোর শেয়ারের দর প্রায় অপরিবর্তিত রয়েছে। অন্যদিকে বাংলাদেশ শিপিং করপোরেশনের শেয়ারের দর বেড়েছে ২ দশমিক ৫৫ শতাংশ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন