বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল মারাঠি অভিনেত্রী কল্যাণী কুরালে যাদবের। শনিবার (১২ নভেম্বর) রাতে মহারাষ্ট্রের কোলাপুরের কাছে সাংলি-কোলাপুর রাস্তায় বাইকের সঙ্গে ট্রাক্টরের সংঘর্ষে মৃত্যু হয়েছে অভিনেত্রীর। তাঁর বয়স হয়েছিল ৩২। অভিনেত্রীর প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে মারাঠি চলচ্চিত্র দুনিয়ায়।
সংবাদ সংস্থা সূত্রে জানা যায়, শনিবার রাত ১১টায় দুর্ঘটনা ঘটে। সম্প্রতি হালোন্দি এলাকায় একটি রেস্তোরাঁ খুলেছিলেন কল্যাণী। সেই রেস্তোরাঁ বন্ধ করে নিজেই বাইক চালিয়ে বাড়ি ফিরছিলেন অভিনেত্রী। সে সময়ই একটি ট্রাক্টরের সঙ্গে তাঁর বাইকের ধাক্কা লাগে।
জখম অবস্থায় অভিনেত্রীকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।