যেভাব মেইকআপ করলে ত্বক আরও শুষ্ক দেখায়

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২২, ১৯:১৬

শুষ্ক ত্বক আগে থেকে প্রস্তুত না করলে মেইকআপে আরও শুষ্ক লাগবে।


আর এই ক্ষেত্রে ত্বকের বর্ণের সঙ্গে মিলিয়ে ফাইন্ডেশন ও কন্সিলার ব্যবহারও করতে হয় সঠিকভাবে।


শুষ্ক ত্বকে তাই মেইকআপ করা আগে কিছু বিষয় মাথায় রাখা দরকার বলে জানান নিউ ইয়র্কয়ের মেইকআপ আর্টিস্ট নিয়ল শিবেলি।


ওয়েলঅ্যান্ডগুড ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে তিনি বলেন, “ত্বক বেশি আর্দ্র না হলে কৌশলের সঙ্গে মেইকআপ করতে হয়। না হলে দেখা যাবে ত্বকের সঙ্গে মেইকআপ মিশছে না। ফলে আলাদা একটা আস্তর মনে হবে।”


তাই তিনি চার বিষয় মাথায় রাখার পরামর্শ দেন।


ত্বক প্রস্তুত না করা


“ফাউন্ডেশন ও প্রাইমার ব্যবহারের আগে ত্বক প্রস্তুতের পদ্ধতিগুলো এড়ানো উচিত হবে না”, বলেন শিবেলি।


অনেকসময় দেখা যায় পরিষ্কার ত্বকেও সঠিকভাবে মেইকআপ বসছে না। আর শুষ্ক ত্বক হলে তো কথাই নেই। এক্ষেত্রে ত্বকের জন্য প্রয়োজন হবে প্রচুর আর্দ্রতা।


রাতে ত্বক পরিচর্যা না করা


সুন্দর দেখাতে শুধু মেইকআপ ব্যবহার করলেই হয় না। এরজন্য ত্বক পরিচর্যার পুরো রুটিন পালন করতে হবে নিয়মিত। আর এই শুষ্ক মৌসুমে সেটা আরও বেশি জরুরি।


শিবেলির ভাষায়, “শীত আসতে আসতে সন্ধ্যার পর কয়েকবার ময়েশ্চারাইজার মাখা জরুরি। এটা যেমন ঠাণ্ডা পরিবেশ থেকে ত্বক বাঁচায় তেমনি শুষ্কতাও এড়ানো যায়।”

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us