ঢাকায় ক্যান্সার আক্রান্ত শিশুরা দেখল ‘ব্ল্যাক প্যান্থার’

কালের কণ্ঠ প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২২, ১৩:৩৭

১১ নভেম্বর বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে মুক্তি পেয়েছে হলিউডের আলোচিত ছবি ‘ব্ল্যাক প্যান্থার: ওয়াকান্ডা ফরএভার’। এ দিন স্টার সিনেপ্লেক্সের ধানমন্ডিস্থ সীমান্ত সম্ভার শাখায় এক বিশেষ শো আয়োজন করে বাংলাদেশের প্রথম কসপ্লে গোষ্ঠী ‘বিডি কসপ্লেয়ারস’। গিক কমিউনিটির সিনেমাপ্রেমীদের জন্য আয়োজিত এই শোতে বিডি কসপ্লেয়ারস-এর সঙ্গে স্টার সিনেপ্লেক্স এবং বেসরকারি উন্নয়ন সংস্থা ‘ইচ্ছেপূরণ’ মিলে ১৫ জন ক্যান্সার আক্রান্ত শিশুকে সিনেমা দেখানোর একটি চমৎকার উদ্যোগ নেয়। ক্যান্সারে আক্রান্ত মৃত্যুবরণ করা ‘ব্ল্যাক প্যান্থার: ওয়াকান্ড ফরএভার’ ছবির অভিনেতা চ্যাডউইক বোজম্যানের স্মৃতির প্রতি শ্র্রদ্ধা জানিয়ে এ আয়োজন করা হয়। ১৫ জন ক্যান্সার আক্রান্ত শিশুর এ সিনেমা দেখার দৃশ্যটি রীতিমত মর্মস্পর্শী এক মূহুর্ত তৈরি করে বলে জানান আয়োজকরা।  


স্টার সিনেপ্লেক্সের মিডিয়া অ্যান্ড মার্কেটিং বিভাগের সিনিয়র ম্যানেজার মেসবাহউদ্দিন আহমেদ বলেন, 'মানুষের জন্যই সিনেমা। মানুষই সিনেমার প্রাণ। আমরা সবসময় মানুষের ভালোবাসাকে সঙ্গী করে এগিয়ে যেতে চাই। শুধুমাত্র বিনোদন নয়, আমাদের সামাজিক দায়বদ্ধতা রয়েছে। সেই জায়গা থেকে আমরা এ আয়োজনটি করেছি। এ ধরণের উদ্যোগের সঙ্গে স্টার সিনেপ্লেক্স সবসময় থাকার চেষ্টা করে। এ আয়োজনে যারা আমাদের সহযোগী ছিলেন তাদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানাই। '


মারভেল সিনেম্যাটিক ইউনিভার্সের সুপারহিরো ব্ল্যাক প্যান্থার চরিত্রে অশুভ শক্তিকে বরাবরই পরাস্ত করেছেন চ্যাডউইক বোজম্যান। কিন্তু বাস্তবে হেরে গেছেন ক্যান্সারের কাছে। মাত্র ৪৩ বছর বয়সে পৃথিবীর মায়া ত্যাগ করেছেন এ মার্কিন অভিনেতা। ক্যান্সারে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে নিজের বাড়িতে মারা গেছেন তিনি। চার বছর ধরে কোলন ক্যান্সারে ভুগছিলেন চ্যাডউইক।  

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us