দোরগোড়ায় বিয়ে? কিছু পরীক্ষা করানোর পরামর্শ বিশিষ্ট চিকিৎসকের

এইসময় (ভারত) প্রকাশিত: ১২ নভেম্বর ২০২২, ১৯:৩৩

এমন কিছু রোগ আছে যা আগে থেকে বোঝা যায় না। সেই রোগ চলে আসে উত্তরসূরীর দেহেও। তা সারা জীবন বইতে হয় সন্তানদের। কিন্তু সামান্য কিছু পরীক্ষা করলেই তা প্রতিরোধ করা যায়। ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করে তাই বিয়ের ওই পরীক্ষাগুলি করিয়ে নেওয়ার পরামর্শ দিলেন চিকিৎসক তসনিম জারা (Dr. Tasnim Jara) । সোশ্যাল মিডিয়াতে নিয়মিত বিভিন্ন রোগ থেকে সহজে কী ভাবে রেহাই পাওয়া যায় তা নিয়ে সহজ ভাষায় পরামর্শ দেন বাংলাদেশের এই চিকিৎসক। তিনি জানান, এমন কিছু রোগ আছে যা বাইরে থেকে বোঝা যায় না। একমাত্র সামান্য কিছু পরীক্ষা করলেই তা ধরা পড়ে। কিন্তু সেই পরীক্ষা করতে দেরি হয়ে গেলে তার খেসারত দিতে হয় তাঁদের সন্তানদের। তাই বিয়ের আগেই , স্বামী এবং স্ত্রী দুজনকেই ওই পরীক্ষাগুলি করানোর পরামর্শ দিচ্ছেন তিনি।


তসনিম জারার মতে, বিয়ে করার আগেই কারোর থ্যালাসেমিয়া, হেপাটাইসিস-বি, হেপাটাইটিস-সি জাতীয় রোগ আছে কী না তা পরীক্ষা করে নেওয়া খুবই জরুরি। সেইসঙ্গে HIV test এবং যৌনরোগ আছে কী না তাও পরীক্ষা করে নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। তসনিম জারা বলেন, “ এই পরীক্ষা করতে এক থেকে দেড় হাজার টাকা খরচ হয়। অনেকের কাছে তা বেশি বলে মনে হতে পারে। কিন্তু সন্তানের কথা চিন্তা করে এই পরীক্ষা করলে এই খরচ এমন কিছু বেশি নয়। তাই বিয়ের আগেই এই পরীক্ষাগুলি করিয়ে নিলে সন্তানদের এই রোগ থেকে প্রতিরোধ করা যাবে।”

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us