ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রভাব বিশ্বের শীর্ষ ধনীদের ওপরও পড়েছে। ওয়েলথ এক্সের প্রতিবেদনে দেখা গেছে, চলতি বছরের জুন মাস পর্যন্ত বিশ্বের শীর্ষ ধনী মানুষের সংখ্যা ৬ শতাংশ হ্রাস পেয়েছে। একই সঙ্গে শীর্ষ ধনীদের সম্পদের পরিমাণও কমেছে। ২০১৮ সালের পর এই প্রথম ধনী মানুষ ও সম্পদের পরিমাণ কমল।
ওলেয়থ এক্সের ওয়ার্ল্ড আলট্রা ওয়েলথ রিপোর্ট ২০২২ শীর্ষক প্রতিবেদনের তথ্যানুসারে, ২০২২ সালের জুন মাসে বিশ্বে শীর্ষ ধনী মানুষের সংখ্যা ছিল ৩ লাখ ৯২ হাজার ৪১০। আর তাঁদের সম্মিলিত সম্পদের পরিমাণ ছিল ৪১ দশমিক ৮ ট্রিলিয়ন বা ৪১ লাখ ৮০ হাজার কোটি ডলার।
বিশ্বের সবচেয়ে শীর্ষ ধনী মানুষের বসবাস উত্তর আমেরিকায়। ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত এই অঞ্চলের শীর্ষ ধনী মানুষের সংখ্যা বেড়েছে। কিন্তু চলতি বছরের জুন মাস পর্যন্ত বৈশ্বিক প্রবণতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবে এই অঞ্চলের শীর্ষ ধনী মানুষের সংখ্যা কমেছে ১০ শতাংশ হারে। তাঁদের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩৪ হাজার ৫৩০।