দেশের অনুমোদিত মানি চেঞ্জারগুলো তাদের ব্যাংক হিসাবে কত টাকা জমা রাখতে পারবে, তা নির্দিষ্ট করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে মানি চেঞ্জারগুলো তাদের ব্যাংক হিসাবে সর্বোচ্চ ৫০ লাখ টাকা জমা রাখতে পারবে।
এ ছাড়া আগের মতো মানি চেঞ্জারগুলো তাদের কাছে সর্বোচ্চ ২৫ হাজার ডলার স্টক রাখতে পারবে। এর বেশি ডলার থাকলে তা ব্যাংক হিসাবে জমা করতে হবে। তবে ব্যাংক হিসাবে জমা ডলারের পরিমাণ কোনোভাবেই ৫০ হাজারের বেশি হবে না।
মানি চেঞ্জারের ব্যাংক হিসাবে সর্বোচ্চ জমা টাকার পরিমাণ হতে পারবে ৫০ লাখ টাকা। বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ গতকাল বৃহস্পতিবার এই নির্দেশনা জারি করেছে।