শোনা যাচ্ছে, সানিয়া মির্জা আর শোয়েব মালিকের ১২ বছরের সংসার ভাঙতে বসেছে। ভারত–পাকিস্তান—দুই দেশেরই গণমাধ্যম বলছে, ডিভোর্স ফাইল তৈরি হয়ে গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে সানিয়ার একাধিক দুঃখের পোস্ট বিষয়টিকে আরও উসকে দিয়েছে। কিন্তু হঠাৎ কেন শোয়েব–সানিয়ার সুখের ঘরে আগুন! দুই দেশের বিভিন্ন গণমাধ্যমের দাবি, নতুন করে এক অভিনেত্রীর প্রেমে মজেছেন শোয়েব মালিক।
পাকিস্তানি অভিনেত্রী আয়েশা ওমরের সঙ্গে প্রেমের কারণেই নাকি সানিয়া-শোয়েবের বিচ্ছেদ হচ্ছে। কিন্তু ক্রিকেটার শোয়েবের সঙ্গে অভিনেত্রী আয়েশার কীভাবে পরিচয়? ছবিতে ছবিতে তা–ই জেনে নিন