সরকারের পদত্যাগ, নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর, দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি প্রভৃতি দাবিতে বিভাগীয় সমাবেশ করছে বিএনপি। ঢাকার বাইরের বেশ ক’টি বিভাগে ইতিমধ্যে সমাবেশ হয়েছে এবং আরও কয়েকটি বিভাগে হবে। সর্বশেষ ১০ ডিসেম্বর রাজধানী ঢাকায় সমাবেশ করবে দলটি।
বিএনপির একাধিক জ্যেষ্ঠ নেতা দেশ রূপান্তরকে বলেছেন, ‘১০ ডিসেম্বর ঢাকার সমাবেশ শান্তিপূর্ণভাবে করার পরিকল্পনা রয়েছে। তবে অন্যান্য বিভাগের সমাবেশে যেমন বাধা দেওয়া হয়েছে, তেমনটা ঢাকার সমাবেশে করা হলে আমরা বসে থাকব না। সমাবেশ তো হবেই, এমনকি রাজধানী ঢাকাকে সারা দেশ থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না।’
তারা বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা হেফাজতে ইসলামের মতো বিএনপিকে দমনের হুঁশিয়ারি দিচ্ছেন। হেফাজত আর বিএনপি এক নয়। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন। জনগণ একাধিকবার বিএনপিকে ভোট দিয়ে ক্ষমতায় বসিয়েছে। বিভাগীয় সমাবেশগুলোতে শুধু দলের নেতাকর্মীরাই নয়, সাধারণ মানুষও অংশ নিয়েছে।’