আফগানিস্তানের রাজধানী কাবুলের পার্ক ও বিনোদনকেন্দ্রগুলোয় নারীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির তালেবান সরকার। সেই সঙ্গে তালেবান জানিয়েছে, কাবুলের নারীরা ব্যায়ামাগারেও (জিম) যেতে পারবেন না। খবর বিবিসি ও আল–জাজিরার।
তালেবান নিয়ন্ত্রিত আফগান সরকারের অনৈতিকতা দূরীকরণ ও ধর্মীয় প্রচারবিষয়ক মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ আকেফ মোহাজের গতকাল বৃহস্পতিবার নিষেধাজ্ঞার বিষয়টি জানান।
এ বিষয়ে আকেফ মোহাজের বলেন, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে গত ১৫ মাসের অভিজ্ঞতায় আমরা দেখেছি, নারী–পুরুষ অবাধে পার্কে–জিমে যাচ্ছেন। অনেকেই ইসলামিক নিয়ম–নীতি মানতে চান না। অনেক নারী নিয়ম মেনে স্কার্ফ ও হিজাব পরতে চান না। তাই এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। সঙ্গে মাহরাম বা পুরুষ অভিভাবক থাকলেও আফগান নারীরা কাবুলের পার্ক, ব্যায়ামাগার ও বিনোদনকেন্দ্রে প্রবেশ করতে পারবেন না।