সূর্যকুমার নতুন ৩৬০, আমি কিন্তু ‘আসল’

প্রথম আলো প্রকাশিত: ১০ নভেম্বর ২০২২, ১৪:২৪

ব্যপারটা বেশ উপভোগই করছেন এবি ডি ভিলিয়ার্স।


খেলোয়াড় তো বটেই, ধারাভাষ্যকার বা বিশ্লেষক হিসেবেও টি-টোয়েন্টি বিশ্বকাপের সঙ্গে নেই তিনি। কিন্তু অস্ট্রেলিয়ায় চলমান ২০ ওভার ক্রিকেটের বিশ্বকাপে বারবারই উচ্চারিত হচ্ছে তাঁর নাম। ভারতীয় ক্রিকেটের নতুন তারকা সূর্যকুমার যাদব একেকটা দারুণ ইনিংস খেলছেন, আর তুলনায় উঠে আসছে ডি ভিলিয়ার্সের নাম।


ক্রিকেটের বিভিন্ন শটের পাশাপাশি ‘ল্যাপ শট’, ‘লেট কাট’, ‘স্কুপ’, ‘র‍্যাম্প শটে’র মতো প্রথার বাইরের সব শটের সফল প্রয়োগ দেখিয়েছিলেন ভিলিয়ার্স। উইকেটের চারপাশে খেলতে পারতেন বলে প্রোটিয়া তারকার তকমা হয়ে যায় ‘মিস্টার ৩৬০’।


দক্ষিণ আফ্রিকান কিংবদন্তির মতো ভারতের সূর্যকুমারও মাঠের চারপাশে খেলে রান তুলতে পারেন। টি-টোয়েন্টি বিশ্বকাপে যার সফল মঞ্চায়ন দেখছে ক্রিকেট–বিশ্ব। সুপার টুয়েলভে খেলা ৫ ম্যাচে ৭৫ গড়ে তুলেছেন ২২৫ রান। স্ট্রাইক রেট ১৯৩.৯৬!

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us