বিপদে বন্ধুর পরিচয়। তবে বন্ধুত্ব নষ্ট হওয়ার ভয়ে চুপ থাকাটও কাম্য নয়।
আর এই বিষয়টা খুব সাধারণভাবেই করা হয়।
ধরা যাক, আপনার কোনো এক বন্ধুর আচরণে পরিবর্তন দেখা গেল। বুঝতেই পারছেন তার কোনো সমস্যা চলছে, অথচ সে বলছে না।
এই অবস্থায় অনেকেই মনে করেন, ‘থাক ওটা তার ব্যাপার’, ‘কী না কী বলবো শেষে বন্ধুত্বটাই যাবে। তাই চুপ থাকাই ভালো।’
বোকার মতো সহানুভূতি প্রকাশের চাইতে বিচক্ষণতার সঙ্গে সহানুভূতি প্রকাশের উপকারিতা বেশি। কেউ ভুল করছে বলে তাকে সেই বিষয়ে সাবধান না করে তার পাশে থাকটাই বোকার মতো সহানুভূতি প্রকাশের উদাহারণ।