পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সমর্থকরা রাজধানী ইসলামাবাদের কাছে কয়েকটি সড়ক অবরোধ করেছে।
মঙ্গলবারের এই অবরোধের কারণে রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায় এবং কর্তৃপক্ষ একদিনের জন্য স্কুলগুলো বন্ধ রাখতে বাধ্য হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআিই) দলের নেতা ইমরান (৭০) গত বৃহস্পতিবার একটি হত্যা প্রচেষ্টা থেকে অল্পের জন্য রক্ষা পান। আগাম নির্বাচনের দাবিতে ২৮ মার্চ লাহোর থেকে রাজধানী ইসলামাবাদ অভিমুখে শুরু হওয়া পিটিআইয়ের লংমার্চের নেতৃত্ব দিচ্ছিলেন তিনি। পথে পাঞ্জাবের ওয়াজিরাবাদের দলের সমাবেশ চলাকালে কন্টেইনার মঞ্চে থাকা ইমরানকে লক্ষ্য করে গুলিবর্ষণ করা হয়, এতে দলীয় একজন কর্মী নিহত এবং ইমরানসহ ১০ জন আহত হন।