অনিয়ন্ত্রিত জীবনযাপনের কারণে বিশ্বব্যাপী বাড়ছে হৃদরোগে আক্রান্তের সংখ্যা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী মৃত্যুর প্রধান কারণ হলো কার্ডিওভাসকুলার ডিজিজ। প্রতিবছর আনুমানিক ১৭.৯ মিলিয়ন মানুষ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করছেন।
হৃদরোগের ঝুঁকি আছে কি না তা আগেই কিন্তু টের পাওয়া যায়, তাও আবার রক্তের গ্রুপের মাধ্যমে। সাম্প্রতিক এক গবেষণা জানাচ্ছে। চলুন তবে জেনে নেওয়া যাক কোন কোন রক্তের গ্রুপের হৃদরোগের ঝুঁকি বেশি-
‘আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন’ এর এক জার্নালে প্রকাশিত সমীক্ষা অনুসারে, ‘এ’ ও ‘বি’গ্রুপের রক্তের মানুষের হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি সবচেয়ে বেশি।
‘ও’ গ্রুপের রক্তের মানুষের উচ্চ রক্তচাপ বা হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি অন্যদের চেয়ে তুলনামূলকভাবে কম। হৃদরোগের পাশাপাশি ‘এ’ গ্রুপের মানুষদের স্লিপ অ্যাপনিয়ায় আক্রান্ত হওয়ার ঝুঁকিও বেশি থাকে।
গবেষণায় আরও উঠে এসেছে ‘ও’ গ্রুপ ছাড়া ‘এ’, ‘বি’ ও ‘এবি’ রক্তের গ্রুপের মানুষদের মধ্যে হৃদরোগের ঝুঁকি সবচেয়ে বেশি।