১৫ দিনও চলে না পণ্য

আজকের পত্রিকা প্রকাশিত: ০৮ নভেম্বর ২০২২, ০৯:৫০

ভোর ছয়টা থেকে লাইনে দাঁড়িয়ে পারভীন আক্তার। সকাল নয়টার দিকে ডিলারের লোকজন এসে সিরিয়াল নম্বর টুকে নেন। পারভীনের ডাক আসবে ৫৮ নম্বরে। রাজধানীর বাসাবো বাজারে গতকাল খাদ্য মন্ত্রণালয়ের আওতায় ওএমএসের লাইনে দাঁড়িয়ে ছিলেন পারভীন।


আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘সিরিয়াল যেহেতু পাইছি, এখন শিউর ডাকবে।’ পারভীন জানান, ৩০ টাকা কেজি দরে পাঁচ কেজি চাল, আর ১৮ টাকা দরে পাঁচ কেজি আটা কিনলে কিছুটা সাশ্রয় হয়। মাসে চারবার এভাবে পণ্য কিনতে পারেন। তবে এত অল্প পণ্যে পুরো মাস চলে না তাঁর।


নিজের দুর্দশার কথা জানিয়ে পারভীন বলেন, ‘আমার স্বামী প্রাইভেট কার চালায়। মাসে বেতন ১৬ হাজার টাকা। তিন ছেলেমেয়ের মধ্যে বড় মেয়ের বিয়ে হয়ে গেছে, আলাদা সংসার করছেন। মেজ মেয়ে এসএসসি পাস করেছে। আর ছোট ছেলে ক্লাস সেভেনে পড়ছে। মাসে বাসা ভাড়ায় সাড়ে ৮ হাজার টাকা চলে যায়। বাকি টাকা দিয়ে তো সংসার চালানো কষ্ট।’


এদিকে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) স্বল্প আয়ের মানুষের জন্য মাসে কার্ডের মাধ্যমে পরিবারপ্রতি লিটারে ২২০ টাকায় ২ লিটার তেল, ১৩০ টাকায় ২ কেজি ডাল, ৫৫ টাকায় ১ কেজি চিনি, ৪০ টাকায় ২ কেজি পেঁয়াজ দিচ্ছে। বাসাবো বাজারে টিসিবির দোকানে সকাল ১০টায় পণ্য নেওয়ার জন্য কার্ড জমা দিয়ে অপেক্ষায় ছিলেন মো. মোক্তার হোসাইন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us