পার্থ বড়ূয়া। নন্দিত কণ্ঠশিল্পী, অভিনেতা ও সংগীত পরিচালক। তাঁর সংগীতায়োজনে 'সিলন মিউজিক লাউঞ্জ' ও 'আমাদের গান' অনুষ্ঠান দুটি দর্শক-শ্রোতার মাঝে সাড়া ফেলেছে। এ আয়োজন ও অন্যান্য প্রসঙ্গে কথা হয় তাঁর সঙ্গে-
পার্থ বড়ূয়া : কালজয়ী গান নতুন করে তুলে ধরার পরিকল্পনা থেকেই 'সিলন মিউজিক লাউঞ্জ' ও 'আমাদের গান' দুটির আয়োজন। দুটি আয়োজনই কিন্তু একই রকম নয়। 'সিলন মিউজিক লাউঞ্জ' সাজানো হয়েছে সেইসব মৌলিক গান দিয়ে, যেগুলো যুগের পর যুগ শ্রোতার মনে ছাপ ফেলে যাচ্ছে। আইপিডিসির আয়োজনে 'আমাদের গান' অনুষ্ঠানটি সাজানো হয়েছে লোকগান নিয়ে।
প্রতিভাবান তরুণদের জন্য একটি প্ল্যাটফর্ম তৈরি করার লক্ষ্যে আমরা কাজ শুরু করেছিলাম। তাই 'আমাদের গান' অনুষ্ঠানে তরুণদের কণ্ঠে তুলে ধরছি শিকড়ের গান। এ আয়োজনের মধ্য দিয়ে তরুণ শিল্পীদের পাশাপাশি শ্রোতারাও জানার সুযোগ পাচ্ছেন আমাদের লোকগান কতটা সমৃদ্ধ।