দেশে ৩ বছরে বিচারবহির্ভূত হত্যার শিকার মাত্র ৩ জন: পররাষ্ট্রমন্ত্রী

আজকের পত্রিকা প্রকাশিত: ০৭ নভেম্বর ২০২২, ১৯:৪৪

দেশে তিন বছরে মাত্র তিনজন বিচারবহির্ভূত হত্যার শিকার হয়েছেন বলে দাবি করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। আজ সোমবার বিকেলে সিলেট নগরীর কবি নজরুল অডিটোরিয়ামে সিলেট জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সভায় বিশেষ অতিথির বক্তব্যে এ দাবি করেন মন্ত্রী।


পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘গত তিন বছরে আমেরিকায় পুলিশ কর্তৃক ৩ হাজার ৭৬ জন বিচারবহির্ভূত হত্যার শিকার হয়েছে, নিখোঁজ হয়েছে ১৫ লক্ষাধিক। একই সময়ে এ দেশে (বাংলাদেশ) একইভাবে নিহত হয়েছেন মাত্র তিনজন, নিখোঁজ হয়েছে হাতেগোনা কয়েকজন। যারা মানবাধিকার নিয়ে বারবার চিৎকার-চেঁচামেচি করে, তাদের লজ্জা হওয়া উচিত।’


আব্দুল মোমেন বলেন, ‘বিএনপি আমলে রপ্তানি ছিল মাত্র ৬ বিলিয়ন ডলারের, বর্তমান সরকারের আমলে রপ্তানি উন্নীত হয়েছে ৬০ বিলিয়ন ডলারে। যা তাদের তুলনায় ছয়গুণ বেশি। বিএনপি সরকারের তুলনায় বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন ১০ গুণ বেশি রয়েছে। রিজার্ভ নিয়ে বিএনপি অযথাই অপপ্রচার চালাচ্ছে। গত চৌদ্দ বছরে বাংলাদেশে দারিদ্র্যসীমা অর্ধেকে নেমে এসেছে।’ এটি বিশ্বের মধ্যে রেকর্ড বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us