গত ৮ বছর ছিল সবচেয়ে গরম: জাতিসংঘ

প্রথম আলো প্রকাশিত: ০৭ নভেম্বর ২০২২, ১৮:২৭

তাপমাত্রা রেকর্ড করা শুরু হওয়ার পর থেকে গত আট বছর পৃথিবী ছিল সবচেয়ে উষ্ণতম। জাতিসংঘের নতুন এক প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে। বিশ্ব যে এখন জলবায়ু সংকটে রয়েছে, এতে সেই ইঙ্গিতই মিলেছে। খবর দ্য গার্ডিয়ানের।


জাতিসংঘের অঙ্গসংগঠন বিশ্ব আবহাওয়া সংস্থার (ডব্লিউএমও) প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বায়ুমণ্ডলে নির্গত রেকর্ড পরিমাণ গ্রিনহাউস গ্যাস সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়িয়ে দিচ্ছে। বরফও অনেক বেশি গলে যাচ্ছে। পাকিস্তান থেকে পুয়ের্তো রিকো পর্যন্ত আবহাওয়া চরমভাবাপন্ন হচ্ছে।


মিসরে জাতিসংঘের কপ-২৭ জলবায়ু সম্মেলনের উদ্বোধনী দিন গতকাল রোববার এই প্রতিবেদন প্রকাশিত হয়।


জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস সতর্ক করে বলেন, ‘আমাদের গ্রহ চরম বিপর্যয়ের মুখে।’


ডব্লিউএমওর আনুমানিক হিসাব অনুযায়ী, ২০২২ সালে বৈশ্বিক গড় তাপমাত্রা প্রাক্‌-শিল্পযুগের (১৮৫০-১৯০০) গড় তাপমাত্রার চেয়ে প্রায় ১ দশমিক ১৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি হবে। সে হিসাবে ২০১৬ সাল থেকে প্রতিটি বছরই সবচেয়ে উষ্ণতম বছর হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us