সত্যিই এটাই টাইগারদের সেরা টি-টোয়েন্টি বিশ্বকাপ?

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০৭ নভেম্বর ২০২২, ১৭:২৪

বলা হচ্ছে এটাই নাকি বাংলাদেশ ক্রিকেট দলের সেরা বিশ্বকাপ। সবার আগে টেকনিক্যাল এডভাইজার শ্রীধরন শ্রীরাম দাবি করেন, এটাই বাংলাদেশের সেরা বিশ্বকাপ পারফরম্যান্স। এরপর অধিনায়ক সাকিব আল হাসানও বলছেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে এটাই আমাদের সেরা পারফরমেন্স।’


এবারের অর্জন, প্রাপ্তিকে বড় করে দেখাতে গিয়ে টাইগার অধিনায়ক সাকিবের ব্যাখ্যা, ‘আমরা আগে কখনো একটির বেশি ম্যাচ জিতিনি। তাও সেটা ১৫ বছর আগে, ২০০৭ সালে। সেখানে এবার দুটি ম্যাচ জিতেছি। তাই জয়কে মানদন্ড ধরলে এটাই টি-টোয়েন্টি বিশ্বকাপে আমাদের সেরা সাফল্য।’


যদিও ব্যক্তিগত নৈপুণ্যের আলোকে পারফরম্যান্স খুব একটা আহামরি নয়। পুরো আসরে ৫ ম্যাচে টাইগার ব্যাটারদের ব্যাট থেকে পঞ্চাশোর্ধ্ব ইনিংস এসেছে মোটে তিনটি। যার দুটি করেছেন নাজমুল হোসেন শান্ত। অন্যটি করেছেন লিটন দাস। ৪ উইকেট পেয়েছেন একমাত্র তাসকিন। তবে দ্রুত গতির বোলার তাসকিন নেদারল্যান্ড ও জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ সেরা পারফরমার।


দলগতভাবে সেই ২০০৭ সালের ১৩ সেপ্টেম্বর জোহানেসবার্গে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৬ উইকেটের অবিস্মরণীয় জয়। সেটাই প্রথম এবং শেষ। এরপর মূল পর্বে আর কোনো ম্যাচ জেতেনি বাংলাদেশ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us