টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ড পার হয়ে সুপার টুয়েলভে খেলেছে শ্রীলঙ্কা। পাঁচ ম্যাচের মধ্যে দুটি জিতে তারা বিদায় নিয়েছে সুপার টুয়েলভ থেকেই। বিশ্বকাপের মাঝেই নেতিবাচক খবরের শিরোনাম হলেন লঙ্কান অলরাউন্ডার দানুশকা গুনাথিলাকা। সিডনিতে তাকে যৌন হয়রানি এবং অনুমতি ছাড়া যৌন সম্পর্ক স্থাপনের দায়ে গ্রেপ্তার করেছে পুলিশ! নিউ সাউথ ওয়েলস পুলিশের বরাত দিয়ে ক্রিকইনফো জানায়, একটি ডেটিং অ্যাপের মাধ্যমে ২৯ বছর বয়সী সেই নারীর সঙ্গে পরিচয় হয় গুনাথিলাকার।
গত ২ নভেম্বর বুধবার সন্ধ্যায় দেখা করার ছুতোয় তাকে যৌন নিপীড়ন করেন লঙ্কান ক্রিকেটার। ভুক্তভোগী নারী পুলিশে অভিযোগ জানালে আজ রবিবার সকালে সিডনির টিম হোটেল থেকে গুনাথিলাকাকে গ্রেপ্তার করা হয়।