ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য টি-টুয়েন্টি বিশ্বকাপে সরাসরি জায়গা করে নিয়েছে ১২ দল। ২০২৪ সালের আসরটিতে র্যাংকিংয়ের ভিত্তিতে সুযোগ পেয়েছে বাংলাদেশ ও আফগানিস্তান। আসরের বাকি দলগুলো আসবে বাছাই পেরিয়ে।
আসন্ন আসরের বাছাই প্রক্রিয়া আগেই চূড়ান্ত করেছিল আইসিসি। গত ৩১ মে সংস্থার নতুন নিয়ম অনুযায়ী, ২০২২ বিশ্বকাপে সুপার টুয়েলভের দুটি গ্রুপের সেরা চারটি করে আটটি দল পাবে সরাসরি অংশগ্রহণের টিকেট। বাকি দুটি স্বাগতিক দেশ।
জায়গা নিশ্চিত করা ১০ দল ছাড়া ১৪ নভেম্বর ২০২২ সাল পর্যন্ত আইসিসি টি-টুয়েন্টি র্যাংকিংয়ের শীর্ষ দুই দল সরাসরি জায়গা পাবে। সেই হিসেবে জায়গা নিশ্চিত করেছে বাংলাদেশ ও আফগানিস্তান। আগামী ১৪ নভেম্বর পর্যন্ত সম্ভাব্য দলগুলোর কোনো আন্তর্জাতিক টি-টুয়েন্টি ম্যাচ নেই। সেই কারণে আগে ভাগেই নিশ্চিত করা হয়েছে টাইগার ও আফগানদের স্থান।