নৌকায় করে মালয়েশিয়া যাওয়ার পথে ৮০ জনেরও বেশি রোহিঙ্গাকে আটক করেছে মিয়ানমারের আইনশৃঙ্খলা বাহিনী। মানব পাচারকারীদের মাধ্যমে তারা দেশ ছাড়তে চেয়েছিল।
শুক্রবার দক্ষিণ-পূর্বাঞ্চলের সোম রাজ্যের থানবিউজায়াত শহরের কাছ থেকে তাদের আটক করা হয়। খবর এএফপির।
দেশটির একটি নিরাপত্তা সূত্র নাম প্রকাশ না করার শর্তে জানায়, আটক রোহিঙ্গা মুসলিমদের মধ্যে নারী ও শিশু রয়েছে। পাচারকারীরা ফেলে যাওয়ার পর তারা একটি রাবার বাগানের কাছে অবস্থান করছিল। তাদের মালয়েশিয়ায় পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিলেও পথিমধ্যে তাদের ফেলে পালিয়ে যায় পাচারকারীরা।