এক মাসে বাণিজ্যঘাটতি বাড়ল ৩০০ কোটি ডলার

প্রথম আলো প্রকাশিত: ০৬ নভেম্বর ২০২২, ১১:১২

চলতি ২০২২-২৩ অর্থবছরের প্রথম তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) দেশে বাণিজ্যঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ৭৫৫ কোটি মার্কিন ডলার। এর আগের দুই মাসে (জুলাই-আগস্ট) এ ঘাটতির পরিমাণ ছিল ৪৫৫ কোটি ডলার। অর্থাৎ এক মাসের ব্যবধানে বাণিজ্যঘাটতি বেড়েছে ৩০০ কোটি ডলার। আমদানি ব্যয়ের চেয়ে রপ্তানি আয় কম হওয়ায় অর্থবছরের শুরুতেই বড় অঙ্কের এই বাণিজ্যঘাটতি দেখা দিয়েছে।


একই সময়ে বৈদেশিক লেনদেনের চলতি হিসাবের ভারসাম্যে ঘাটতি দাঁড়িয়েছে ৩৬১ কোটি ডলারে। আগের দুই মাসে এ ঘাটতি ছিল ১৫০ কোটি ডলার। অর্থাৎ এক মাসের ব্যবধানে চলতি হিসাবের ঘাটতি বেড়েছে ২১১ কোটি ডলার।


গত বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে বৈদেশিক লেনদেনের চলতি হিসাবের ভারসাম্যের (ব্যালান্স অব পেমেন্ট) এ তথ্য উঠে এসেছে।


বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) ১ হাজার ৯৩৫ কোটি ডলারের পণ্য আমদানি হয়েছে। তার বিপরীতে রপ্তানি হয়েছে ১ হাজার ১৮০ কোটি ডলারের পণ্য। এতে ৭৫৫ কোটি মার্কিন ডলারের বাণিজ্যঘাটতি তৈরি হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us