রাশিয়ার কোস্ত্রোমা শহরের একটি নৈশ ক্লাবে আগুন লাগার ঘটনায় কমপক্ষে ১৩ জনের মৃত্যু হয়েছে। আজ শনিবার অঞ্চলটির গভর্নর নিহত মানুষের এ সংখ্যা নিশ্চিত করেছেন। খবর রয়টার্সের।
রাশিয়ার মস্কো থেকে প্রায় ৩০০ কিলোমিটার উত্তর-পূর্বে কোস্ত্রোমার অবস্থান। অঞ্চলটির গভর্নর সের্গেই সিতনিকভ বলেন, প্রাথমিক তথ্য অনুযায়ী আগুনে ১৩ জন নিহত হয়েছেন। তথ্য হালনাগাদ হয়েছে। তিনি আরও বলেন, আগুনের ঘটনায় আরও পাঁচ ব্যক্তি আহত হয়েছেন। তাঁদের চিকিৎসা দেওয়া হয়েছে। রাশিয়ার স্থানীয় সময় সকাল সাড়ে সাতটার দিকে আগুন নেভানো হয়।