বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়ে হস্তক্ষেপের কোনো আগ্রহ চীনের নেই বলে জানিয়েছেন দেশটির রাষ্ট্রদূত লি জিমিং।
বাংলাদেশের সাধারণ নির্বাচনের এক বছর আগে পশ্চিমা বিভিন্ন দেশের কূটনীতিকদের নানা বক্তব্যের মধ্যে শনিবার এক অনুষ্ঠানে একথা জানান তিনি, যার দেশের নানা বিনিয়োগ রয়েছে বাংলাদেশের অবকাঠামো খাতে।
চীনের শাসক দল কমিউনিস্ট পার্টির ২০তম কংগ্রেস নিয়ে শনিবার ঢাকায় বাংলাদেশ-চায়না সিল্ক রোড ফোরামের এক আলোচনা অনুষ্ঠানে কথা বলেন লি জিমিং।
বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন ধরে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, “বাংলাদেশ কেন, কোনো রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে চীন কখনও হস্তক্ষেপ করতে চায়নি।”
তবে এদেশের রাজনৈতিক-সামাজিক স্থিতিশীলতার এই ধারা ‘অব্যাহত রাখাটা জরুরি’ বলেও মন্তব্য করেন চীনের রাষ্ট্রদূত।