বিদেশে বসে যারা অপপ্রচার করে তারাও আইনের আওতায় আসবে: আইজিপি

সমকাল প্রকাশিত: ০৫ নভেম্বর ২০২২, ১৬:০০

বিদেশে বসে যারা দেশের বিরুদ্ধে অপপ্রচার ও গুজব ছড়ায় তারা নজরদারিতে রয়েছে উল্লেখ করে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, তাদেরও আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে। অনেকের বিরুদ্ধে মামলা রয়েছে। যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আছে তাদের ফিরিয়ে আনতে সে দেশের সঙ্গে কথা বলা হচ্ছে। 


শনিবার দুপুরে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) নবনির্মিত ৬ তলা বিশিষ্ট শহীদ পুলিশ পরিদর্শক চৌধুরী মোহাম্মদ আবু কয়ছর ফোর্স ব্যারাক ভবন ও বিভাগীয় পুলিশ হাসপাতালের সম্প্রসারিত ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।


পুলিশ লাইন্স বিভাগীয় হাসপাতালের সামনে প্রেস ব্রিফিংকালে এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, যারা দীর্ঘদিন আন্ডারগ্রাউন্ডে ছিল, এখন বের হয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড ও পরিবেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে তাদের ব্যাপারে পুলিশ সতর্ক রয়েছে। তাদের আইনের আওতায় আনা হবে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us