অনলাইনে মেডিকেল যন্ত্রপাতি পৌঁছে দিচ্ছে ‘আলফামেড’

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০৫ নভেম্বর ২০২২, ১৪:১৬

রাজধানীসহ দেশের যে কোনো প্রান্তের হাসপাতাল, ক্লিনিক ও পরীক্ষাগারে আইসিইউ ও সার্জিক্যাল যন্ত্রপাতি পৌঁছে দিচ্ছে ‘আলফামেড’। আইসিউ, এনআইসিউ, সিসিইউ মেশিনসহ মেডিকেল সম্পর্কিত সবধরনের যন্ত্রাংশ সরবরাহ করছে তারা।


চলতি বছরে ঢাকার বাংলামোটর এলাকায় যাত্রা শুরু করে আলফামেড। গ্রাহকরা তাদের পছন্দমতো পণ্য সরাসরি অথবা ফেসবুক পেজ ‘আলফামেড’ থেকে অর্ডার করতে পারবেন।


প্রতিষ্ঠানটির পণ্যগুলো হচ্ছে, আইসিইউ, এনআইসিইউ, সিসিইউ, পিআইসিইউ ও এইচডিইউ মেশিন। একই সঙ্গে অপারেশন থিয়েটার যন্ত্রাংশ, সেন্ট্রাল মেডিকেল গ্যাস পাইপলাইন সিস্টেম, সার্জিক্যাল যন্ত্রাংশ, ভ্যান্টিলেটরের জন্য আক্সিজেন সেন্সর, এসপিওটু সেন্সর, ইসিজি ক্যাবল ও মেশিনসহ সবধরনের মেডিকেল সম্পর্কিত পণ্য।


আলফামেডের পরিচালক মহসিন হোসাইন বলেন, ‘আমরা বিদেশ থেকে পণ্য আমদানি করি। পণ্যে আমরা লাইফ ওয়ারেন্টি দিই। পণ্য কিনলে নিজস্ব জনবল দিয়ে মেশিন স্থাপন করে দেওয়া হয়। সুচিন্তিত পরিষেবা ও নির্ভরযোগ্য পণ্য সরবরাহই আমাদের লক্ষ্য।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us