কুষ্টিয়ার ভেড়ামারার হার্ডিং ব্রিজের নিচে পদ্মা নদীতে জেলের জালে মিঠা পানির একটি কুমির ধরা পড়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় জেলে আবুল কালাম সজলের জালে কুমিরটি ধরা পড়ে।
সজল জানান, ‘বিকেলে অন্যান্য জেলেদের মতো আমিও পদ্মা নদীতে জাল ফেলে মাছ ধরছিলাম। হঠাৎ জালে বড় কিছুর উপস্থিতি টের পেয়ে প্রথমে ভেবেছিলাম বড় মাছ হবে। কিন্তু জাল টেনে তোলার পর দেখি মাছ নয়, বড় আকারের একটি কুমির। ’
পরে অন্যান্য জেলেদের সহযোগিতায় কুমিরটিকে নৌকায় তুলে উপজেলা প্রশাসন এবং বন বিভাগকে খবর দেওয়া হয়। বন বিভাগের কর্মকর্তারা রাতেই ঘড়িয়াল প্রজাতির কুমিরটিকে নদীতে অবমুক্ত করেন।