সিন্ডিকেটের ৬ পদই শূন্য, নেই শিক্ষক প্রতিনিধি

আজকের পত্রিকা প্রকাশিত: ০৫ নভেম্বর ২০২২, ০৯:৫২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম ‘সিন্ডিকেট’। বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তসমূহ এই সিন্ডিকেটের মাধ্যমে নেওয়া হয়। সিন্ডিকেটে ছয়টি পদে শিক্ষকদের ভোটে নির্বাচিত সদস্যরা প্রতিনিধিত্ব করেন। তবে দীর্ঘদিন ধরে এই ছয় পদে নির্বাচন না হওয়ায় পদগুলো শূন্য হয়ে আছে। জ্যেষ্ঠ শিক্ষকদের অভিযোগ, সিন্ডিকেটে নিজেদের আধিপত্য ধরে রাখতে নির্বাচন দিচ্ছে না প্রশাসন।


গত বৃহস্পতিবার অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক ও প্রভাষক ক্যাটাগরিতে নির্বাচন দিতে উপাচার্যের কাছে চিঠি দিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। চিঠিতে বলা হয়, দীর্ঘদিন ধরে সিন্ডিকেটে বিভিন্ন ক্যাটাগরির শিক্ষক প্রতিনিধি নির্বাচনের জন্য শিক্ষক সমিতির পক্ষ থেকে জোর দাবি জানানো হলেও এখন পর্যন্ত এ বিষয়ে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।


শিক্ষক প্রতিনিধি না থাকায় শিক্ষকদের দাবি ও অধিকার সিন্ডিকেট সভায় যথাযথ গুরুত্ব পাচ্ছে না। এমতাবস্থায় আগামী এক মাস তথা ২ ডিসেম্বরের মধ্যে সিন্ডিকেট নির্বাচন অনুষ্ঠানের জন্য শিক্ষক সমিতি প্রশাসনের কাছে পুনরায় জোর দাবি জানাচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us