দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান প্রাণ-আরএফএল গ্রুপের সর্বাধুনিক তিনটি ব্র্যান্ডের লিফটসহ দেশি-বিদেশি ৪০টিরও বেশি লিফট ও এসকেলটর কোম্পানি নিয়ে আয়োজিত হয়েছে তিনদিনব্যাপী গ্লোবাল লিফট অ্যান্ড এসকেলটর এক্সপো-২০২২।
শুক্রবার (৪ নভেম্বর) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত এ মেলার দ্বিতীয় দিনে লিফট নিয়ে নানা তথ্য জানতে মেলায় আসতে দেখা যায় দর্শনার্থীদের। মেলায় অংশ নেওয়া প্রতিষ্ঠান প্রাণ-আরএফএল গ্রুপের লিফট বিভাগের চিফ অপারেটিং অফিসার মো. মইনুল ইসলাম জাগো নিউজকে বলেন, মানুষের মাঝে লিফটের পরিচিতি তুলে ধরতেই এ মেলায় অংশ নেওয়া। আমরা ফিনল্যান্ডের কোনে ব্র্যান্ডের সর্বাধুনিক লিফট আমরা আমদানি করে থাকি। এছাড়া জার্মানি ও চায়নার যৌথভাবে তৈরি এসআরএইচ ব্র্যান্ডও আমদানি করি। আর দেশি প্রযুক্তিতে তৈরি লিফট নিয়ে প্রোপার্টি লিফটের পণ্যও আমরা সরবরাহ করে থাকি।