কৃষক ও ভোক্তাদের মধ্যে সরাসরি যোগাযোগ সৃষ্টির লক্ষ্যে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার ঢাকা ফুড সিস্টেম প্রকল্পের আওতায় ঢাকা মহানগরে এলাকাভিত্তিক কৃষকের বাজার স্থাপনের কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। এ কার্যক্রমের মাধ্যমে নগরবাসীর জন্য নিরাপদ খাদ্যের সহজলভ্যতার পাশাপাশি কৃষকদের জন্য পণ্যের সঠিক মূল্যপ্রাপ্তি নিশ্চিত হবে। এলাকাভিত্তিক কৃষকের বাজার স্থাপনের কার্যক্রমের আওতায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ৬টি কৃষকের বাজার স্থাপিত হচ্ছে। ইতোমধ্যে ৪টি কৃষকের বাজার স্থাপিত হয়েছে। খিলগাঁওয়ে ঢাকা দক্ষিণের পঞ্চম কৃষকের বাজারটি উদ্বোধন হলো।
শুক্রবার (৪ নভেম্বর) সকাল ৮টায় নেদারল্যান্ডস সরকারের সহায়তায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট এর সম্মিলিত উদ্যোগে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ১ নং ওয়ার্ডে কৃষকের বাজারের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন।