পুরনো জামাকাপড় দীর্ঘ দিন নতুনের মতো রাখতে চান? কোন টোটকাগুলি মানলে তা সম্ভব হবে?

আনন্দবাজার (ভারত) প্রকাশিত: ০৩ নভেম্বর ২০২২, ১৮:৫৯

কলেজ পড়ুয়া শ্রীময়ী। নিত্যদিন তাঁর মায়ের সঙ্গে ঝগড়াঝাঁটি লেগেই আছে। এই কলহের অন্যতম কারণ, শ্রীময়ীর আলমারির প্রতিটি তাকে থরে থরে রাখা জামাকাপড়। পাল্লা খুলতেই মুখের উপর আছড়ে পড়ছে জামাকাপড়ের ঢেউ। এক ঝলক দেখলেই বোঝা যাচ্ছে আলমারিতে অযত্নের ছাপ। সঠিক যত্ন না পেয়ে জামাকাপড়রের অবস্থাও তথৈবচ। কলেজ, পড়াশোনা, নাচের ক্লাস সব মিলিয়ে আলাদা করে পোশাকের যত্ন নেওয়া হয় না। তাতেই প্রাণহীন হয়ে পড়েছে শখের পোশাকগুলি।


সময়ের অভাবে পোশাকের বিশেষ যত্ন নিতে পারেন না অনেকেই। জামাকাপড় ভাল রাখতে যে বাড়তি সময় দিতে হবে, এমন কিন্তু নয়। বরং কয়েকটি ছোটখাটো বিষয় মাথায় রাখলেই পোশাক থাকবে নতুনের মতো। রইল তেমন কয়েকটি উপায়ের সুলুক সন্ধান।অনেক সময় অসবাধনতাবশত খেতে গিয়ে পোশাকে খাবার পড়ে দাগ হয়ে যায়। হলুদের দাগ কিন্তু সহজে যেতে চায় না। বেশি শুকিয়ে গেলে তো সে দাগ যেন খুব জেদি হয়ে যায়। তাই দাগ লেগে যাওয়ার সঙ্গে সঙ্গে তা তুলে ফেলুন। খুব ভাল হয় যদি পোশাকটি সঙ্গে সঙ্গে ধুয়ে ফেলতে পারেন। তা না হলে পোশাকে দাগ লেগে যাওয়া অংশটি বেশি ঘষবেন না। বেশ কিছু ক্ষণ জলে ভিজিয়ে রাখুন। দাগ তোলার ক্ষেত্রে ব্লটিং কাগজও কাজে আসতে পারে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us