ডায়রিয়া ওয়ার্ডে প্রতিদিন শতাধিক রোগী, ওষুধ-স্যালাইনের সংকট

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ০৩ নভেম্বর ২০২২, ১৭:৩৫

শেরপুর জেলায় বেড়েছে ডায়রিয়ার প্রকোপ। প্রতিদিন জেলা সদর হাসপাতালে ভর্তি হচ্ছেন শতাধিক রোগী। ডায়রিয়া ওয়ার্ডে স্থান সংকুলান না হওয়ায় হাসপাতালের বারান্দা ও মেঝেতে রেখে রোগীর চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। তবে হঠাৎ করে অনেক রোগী আসায় তা সামলাতে হিমশিম খাচ্ছেন হাসপাতালের চিকিৎসক ও নার্সরা। এ অবস্থায় বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন অনেকে। ডায়রিয়ার প্রকোপ বেড়ে যাওয়ায় হাসপাতালে ওষুধ ও স্যালাইন সংকট দেখা দিয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।


হাসপাতাল সূত্র জানায়, ডায়রিয়া ওয়ার্ডে ১৬টি সিট থাকলেও স্বাভাবিকভাবে ২০ জন রোগী চিকিৎসা নিতে পারেন। তবে গত এক সপ্তাহ ধরে হঠাৎ করে শেরপুর পৌর এলাকাসহ সদর উপজেলার বিভিন্ন এলাকায় ডায়রিয়া আক্রান্তের সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়ে গেছে। আক্রান্তদের মধ্যে বিভিন্ন বয়সী নারী-পুরুষ ও শিশুরাও রয়েছে। বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও পল্লী চিকিৎসকদের কাছে চিকিৎসা নিয়ে কিছু লোক সুস্থ হলেও অনেককেই আসতে হচ্ছে হাসপাতালে। এক সপ্তাহে প্রায় ছয় শতাধিক ডায়রিয়া রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। গত বুধবার (২ নভেম্বর) শেরপুর জেলা হাসপাতালে ভর্তি হয়েছেন ১২৮ রোগী। আর জেলা হাসপাতালের বহির্বিভাগে এক সপ্তাহে অন্তত সহস্রাধিক রোগী চিকিৎসা নিয়েছেন। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us